Top pick for you

You may also like

জন্মিলে মরিতে হইবে, এই কথা ধ্রুব সত্য, যাহা সবাই জানে। তবুও মানুষ কেন শয়তানের ধোঁকায় পড়ে ক্ষণিকের সুখের জন্য চিরস্থায়ী সুখ নষ্ট করে, জায়গা করে নেয় দুঃখের অথৈই সাগর জাহান্নামে। বিবেকনামা বইটি লেখা হয়েছে তাদের জন্য যাদের বিবেক প্রায় মরে গেছে তারা যেন আবার নতুন উদ্যমে জেগে উঠতে পারে এবং ক্ষণিকের মোহ ত্যাগ করে শয়তানকে ফাঁকি দিয়ে চিরস্থায়ী সুখ জান্নাতকে খুঁজে নিতে পারে।

বিবেকনামা একঝলক পড়ুন