বিবেকনামা বই থেকে আল্লাহর পরিচয় শিরোনামে চয়নকৃত
আল্লাহ, তুমি যে বড় দয়াবান ও বড় পবিত্র।
তাই তোমার পরিচয় তুমি নিজেই দিয়েছ সর্বত্র।
আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান।
সবটা জায়গাজুড়ে রেখেছ
তোমার অস্তিত্বের প্রমাণ।
পাশাপাশি দুটি সাগর মিশে না কভু তারা।
পাশাপাশি দুটি গাছ একটিতে জয়তুন অন্যটিতে আনারে ভরা।
পানি কভু গড়ায় না নিচ থেকে ওপরে
তবু গড়ায় তারা তোমার হুকুমে নিচ থেকে ওপরে।
গাভির পেটে দিয়েছ কি পরিমান দুধ।
অথচ জবাই করলে দেখা যায়
শুধু রক্ত, গোশত, গোবর আর মুত।
একটি আনার দানা কত যত্নে তাহা হয়েছে গড়া।
বীজ থেকে চারা মাটি ভেদ কে করায়?
আল্লাহ তোমার কুদরত ছাড়া।
মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি
কীভাবে ধীরে ধীরে তা মানুষে রূপ নেয়
তা কি আমরা জানি?
আল্লাহ তোমার কুদরত ছাড়া
আমরা যে দিশেহারা।
গাছেতে সুন্দর ফুল
ফুলেতে মিষ্টি ঘ্রাণ
সবই তো তোমার দান।
পাখির কণ্ঠে সুরেলা গান
আল্লাহ তোমার কুদরত ছাড়া
সকল কিছু কার দান?
আল্লাহ তুমি যে বড় মহান
তুমি আছ সব সৃষ্টিরই অন্তরে।
তোমার তুলনা যে শুধু তুমি
তুমি মহান পবিত্র, তাই তো তুমি সর্বশ্রেষ্ঠ
সকল সৃষ্টির তুমিই যে স্রষ্টা শুধু একজনই।