আমি একটি বাংলাদেশ চাই

বিবেকনামা  বই থেকে  আমি একটি বাংলাদেশ চাই  শিরোনামে চয়নকৃত

 

ও মা, আমায় এনে দে না এমন একটি স্বাধীন বাংলাদেশ

যেখানে আমি মন খুলে কথা বলব কথা বেশ!

এমন একটি দেশে কেন জন্ম দিলি আমায়?

যেখানে নিজের মনের সব প্রকাশের নেই কোনো স্বাধীনতা।

যেখানে উঠতে গেলে বাধা, চলতে গেলে বাধা, বলতে পারিস মা এমন একটি দেশকে স্বাধীন বলে কোন গুণ গাথা?

স্কুল, কলেজ, ইউনিভার্সিটিসহ চাকরির ক্ষেত্রেও বাধা

তবে কি আমরা রোহিঙ্গা, এই দেশের নাগরিক নহি কেউটে?

তবু তো বলে শুনেছি—আদেশ নাকি স্বাধীন দেশ!

রবীন্দ্রনাথের সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ।

তবে এটাই কি সেই স্বাধীন দেশ?

ওরে ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে

১৬ ডিসেম্বর হয়েছিল এদেশ স্বাধীন।

তবু কেন আজ আমরা এদেশের পরাধীন?

তোর বুকে আর কী রাখব খোকা,

গণতন্ত্র হয়েছে হরণ বারবার

তাইতো আজ স্বৈরাচার হয়েছে সরকার।

তোর আর একটিবার যুদ্ধে যাব আমি—

প্রাণের মায়া ত্যাগ করে আবার জানিাস না মা

এই দেশ আমার সবাই স্বাধীন করব মা

মাগো তুই আর কাঁদিস না, দেশের জন্য আমায় লড়ব

আবার সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গড়ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *