বিবেকনামা  বই থেকে  আল কুরআন  শিরোনামে চয়নকৃত

 

মহান আল্লাহ তা’আলা যে অশেষ মেহেরবান

তার প্রমাণ হিসেবে তিনি সৃষ্টি করেছেন যে আল কুরআন

মানবকুলের সৃষ্টির আগেই তিনি যাকে করেছেন সৃজন

দিয়েছেন তাঁরই করে এই মহাগ্রন্থ আল কুরআন।

কদরের রাতে তিনি প্রেরণ করেছেন সেই আল কুরআন।

ধন্য ধন্য মাহে রমজান তোমাকে পেয়ে হে আল কুরআন

তোমার সম্মানে শবে কদর পেয়েছে এক বিশেষ সম্মান।

এক রাতের ইবাদত হয়েছে হাজার মাস থেকেও উত্তম।

হে মহাগ্রন্থ আল কুরআন, তোমাকে দিয়েছে এত যে সম্মান।

যেজন তোমাকে পেল সেজনই যে ধন্য হলো।

আরবের মরুভূমিতে পৌত্তলিকদের মাঝে

তুমি ইসলামের আলো জ্বালালে

কাফের মুশরিকদের তুমি মানুষ বানালে।

তোমাকে পেয়েছিল শেষ নবি, মহানবি হযরত মুহাম্মদ স.

মাতা আমিনা ভালোবেসে নাম দিল আবার আহমাদ।

যার মানে হলো স্রষ্টার প্রেমে সৃষ্টি পাগল

আবার সৃষ্টির প্রেমে স্রষ্টাও পাগল

হায় রে কী যে সে যোজন যোজন

একজনকে ছাড়া আরেকজন যে পাগলপারা।

এমনি একজন মহামানবকে তিনি দিয়েছেন

সেই মহাগ্রন্থ আল কুরআন।

পৃথিবীর ইতিহাসে যে গ্রন্থ হলো সর্বশ্রেষ্ঠ।

তাইতো তুমি ধন্য, ধন্য হে আল কুরআন।

সর্বশ্রেষ্ঠ নবি তো পাবে সর্বশ্রেষ্ঠ সেই মহাগ্রন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *